আবরার হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করছে শিবির-ছাত্রদল: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

আবরার হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করছে শিবির-ছাত্রদল: তথ্যমন্ত্রী

আলোকিত সিলেট ডেস্ক ::: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল সক্রিয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এদের থেকে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আবরার হত্যাকাণ্ডের মামলা হওয়ার আগেই সরকার আসামিদের আটক করেছে। এ পর্যন্ত ১৯ জন এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে। শিক্ষার্থীদের সব দাবি সরকার তড়িৎ গতিতে মেনে নিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, এতেই প্রমাণিত হয় শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে আন্দোলন ভিন্নখাতে নিতে চায় একটি কুচক্রী মহল- বিশেষ করে বিএনপি।

তথ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। পুলিশ যদি কাজ করতে না পারে তাহলে তদন্ত ও চার্জশিট কীভাবে দ্রুত দেওয়া যাবে? ছাত্রদের সচেতন থাকতে হবে কেউ যেন তাদের পুঁজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করতে না পারে।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে বলেন, পরিস্থিতি উত্তরণে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এটা বুয়েট কতৃপক্ষের সিদ্ধান্ত। কিন্তু সার্বিকভাবে সারাদেশে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি হলো বিরাজনীতিকরণ। এতে অন্যরা সুবিধা পাবে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সেবা নিয়ে নেতাদের বক্তব্যের জবাব দেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, খালেদা জিয়ার বার্ধক্যজনিত কিছু রোগ আছে। এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে থাকে। তার চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। যেখানে দেশের সবচেয়ে বড় বড় ও মেধাবী চিকিৎসকরা রয়েছেন। কিন্তু বিএনপি নেতারা এ নিয়েও রাজনীতি করছেন। নানা নেতিবাচক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এমনকি ভারতের সঙ্গে চুক্তি নিয়েও বিএনপি অযৌক্তিক সমালোচনা করছে।

বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিনের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হয়তো সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করেছে। এবং সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ