গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ‘মাইক’ প্রতীক পেলেন সাংবাদিক ইসলাম আলী

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৪

গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ‘মাইক’ প্রতীক পেলেন সাংবাদিক ইসলাম আলী

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ‘মাইক’ প্রতীক বরাদ্দ পেয়েছেন সাংবাদিক মো. ইসলাম আলী।  বৃহস্পতিবার (২ মে) সকাল ১২টা থেকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দে মো. ইসলাম আলীর কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর থেকেই অন্যান্য প্রার্থীর মতো তিনিও নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমে গেছেন। প্রতীক লাভের পর নির্বাচনে আসার কারণ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, রাজনীতিতে সাংবাদিকদের বেশি বেশি আসা উচিৎ। কেননা তারাই মূলত দেশের অতীত বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অন্যান্যদের চেয়ে বেশি কাজ করেন। তিনি আরও বলেন, এতদিন আমি শুধু মানুষের জন্য লিখেছি, এবার আমি তার পাশাপাশি জনগণের জন্য সামনে থেকে কিছু করতে চাই। আমার কিছু নতুন পরিকল্পনা আছে- এবার আমি নির্বাচনী প্ল্যাটফর্ম ব্যাবহার করে জনগণের কাছে সেই বিষয়গুলো তুলে ধরতে চাই। এরপর তারাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। উল্লেখ্য, সাংবাদিক মো. ইসলাম আলী গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ফতেপুর গ্রামের সন্তান। এর আগে তিনি ওই ইউনিয়নে ১ বার মেম্বার এবং ৩ বার চেয়ারম্যান পদে নির্বাচন করেন।   এছাড়া কর্মজীবনে তিনি মরহুম লুৎফুর রহমানের সম্পাদনায় দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পা রাখেন, এরপর সিলেটের বিভিন্ন স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার সিলেট ব্যুারো প্রধান হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন।  প্রেস-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ