শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)’র দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ এর সার্বিক সহযোগিতায়, শাহপরাণ (রহঃ) থানার এসআই(নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ১৮ মার্চ রাত্রিকালীন সিয়েরা-৬১ ডিউটি করা কালে শাহপরাণ (রহঃ) থানাধীন সৈয়দপুরস্থ মুকাররমাতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এর নিচতলায় মকসুদ মিয়ার ভাড়া বাসার নীচতলায় কতিপয় ঐ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত আকদ্দছ আলী, মাতা-মৃত ফাতেমা বেগম, স্থায়ী: (গ্রাম-আইয়র, মৌলভীরচক), উপজেলা/থানা- জকিগঞ্জ, জেলা -সিলেট, বাংলাদেশ: বর্তমান: (গ্রাম-মকসুদ মিয়ার ভাড়া বাসা, সৈয়দপুর), উপজেলা/থানা- শাহপরাণ (রঃ), জেলা -সিলেট বলে জানায়। অভিযানে অংশ নেন এসআই(নিঃ) মোঃ ইবাদুল্লাহ, বিপি-এএসআই(নিঃ) আল ইমরান বিন রাজ্জাক। ধৃত ব্যক্তির শয়ন কক্ষে থাকা ষ্টীলের লকারের ভিতর হতে তার নিজ হাতে বাহির করে দেয়া মতে ক) ২,০০০ (দুই হাজার) পিস হালকা গোলাপী রংয়ের (কথিত) ইয়াবা ট্যাবলেট, প্রতি পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম করে মোট ওজন (২০০০ঢ০.১)=২০০ গ্রাম, প্রতি পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০ টাকা করে মোট মূল্য (২০০০ঢ৩০০)= ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, মাদক বিক্রয়লব্ধ সর্বমোট ৭,৪২০ (সাত হাজার চারশত বিশ) টাকা, খ) মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি জবধষসব স্মার্ট ফোন, গ) ০১টি কালো রংয়ের ঘঙকওঅ বাটন ফোন উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় ধৃত অভিযুক্তের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১৩, তারিখ-১৮/০৩/২০২৪খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(খ); রুজু করা হয়েছে। ধৃত আসামীকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ