পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের প্রহসনের অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে সিকৃবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের প্রহসনের অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে সিকৃবিতে মানববন্ধন

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ।

বুধবার (২৯ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্ষন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) এর আহবানে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ এর সভাপতি শাহ আলম সুরুক এর সভাপতিত্বে সিকৃবি কর্মচারী পরিষদের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিকৃবি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক অরুণ বাহাদুর লামা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিরু, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ চন্দ্র ঘোষ, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা ফাতেমা বেগম, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক জুয়েল সিকদার, সদস্য জয়নাল আবেদীন, শরিফ হোসেন, নুরে আলম, সাইফুল ইসলাম, অলিয়ার রহমান, সামছুল ইসলাম, শফিকুল ইসলাম রাজু, সৈয়দ একরামুল, সাইদুল ইসলাম, মাইনউদ্দিন রাসেল, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, রফিকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, কর্মচারীদের বৈষম্য দূরীকরণ ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন নীতিমালা অনতিবিলম্বে প্রত্যাহার বা সংশোধন করতে হবে। অন্যথায় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ