দক্ষিণ সুরমায় হামলার মামলায় ৬ জন দন্ডিত : ৪ জন খালাস

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

দক্ষিণ সুরমায় হামলার মামলায় ৬ জন দন্ডিত : ৪ জন খালাস

বিগত ৪ আগস্ট ২০১৫ ইং তারিখে রাত অনুমান ৮ টা ২০ মিনিটে শেখপাড়া জামে মসজিদের সন্নিকটে কবরস্থানের সম্মুখে শেখপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মুহিবুর রহমান ও তার ছেলেরা পবিত্র এশার নামায পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হেনু মিয়া, ছুনু মিয়া, নানু মিয়া গং ১০/১২ জন অতর্কিত হামলা চালালে হাজী মুহিবুর রহমান, তার ছেলে হাজী শামিল আহমদ, শাকিল আহমদকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মারাত্মক রক্তাক্ত জখম করিলে হাসপাতালে ভর্তি করা হয়। অতপর ৫ আগস্ট ২০১৫ ইং তারিখে হাজী মুহিবুর রহমান বাদী হয়ে নানু মিয়া গং ১০ জনকে আসামী করে আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে মোগলাবাজার জি আর নং-৯৩/২০১৫ইং মামলা দায়ের করেন। গতকাল ১৮ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বিজ্ঞ জজ মো: আবুল কাশেম উক্ত মামলায় ১০ জন আসামীর মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করেন এবং ৪ জনকে খালাস প্রদান করেন। বিভিন্ন মেয়াদের দন্ড প্রাপ্তরা হলেন-হেনু মিয়া (৬ মাস), ছুনু মিয়া (৬ মাস), নানু মিয়া (৬ মাস) উভয় পিতা-মৃত আখলাছ আলী, হারুনুর রশিদ টুটুন (১ বছর), লিটন মিয়া (১ বছর) উভয় পিতা-মৃত গেদন মিয়া, নোমান আহমদ (১ বছর), পিতা-মৃত নানু মিয়া, সর্ব সাকিন শেখপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট। খালাস প্রাপ্তরা হলেন-রিপন মিয়া, রাজন মিয়া, পিতা-নানু মিয়া, সাকিন শেখ পাড়া, থানা মোগলাবাজার, জেলা সিলেট। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট আ ক ম শিবলী, এডভোকেট এ কে এম শমিউল আলম, এডভোকেট মো: বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট শাবানা ইসলাম। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ওবায়দুর রহমান। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ