বঙ্গবন্ধুর প্রতি অবমাননার প্রতিবাদে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

বঙ্গবন্ধুর প্রতি অবমাননার প্রতিবাদে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননার প্রতিবাদে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের ৬৪টি জেলা ও মহানগর চেম্বার একযুগে সকাল সাড়ে ১১টায় থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন পালন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, সদস্য সাইফুর রহমান খোকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক মো. মাহবুবুর রহমান, শন্তুনু দত্ত, ইলিয়াছুর রহমান, জালাল উদ্দিন আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, রাজিব ভৌমিক, সদস্য আব্দুর রহমান জামিল, মঈনুল ইসলাম মঈন, আব্দুল লতিফ রিপন, অরূপ রায়, সুমন আহমদ, হাজী সৈয়দ জাহিদ উদ্দিন, মো. জোমাদিন আহমদ, ফয়েজ আহমদ চৌধুরী, শফিউর রহমান মিলন, সাহেদ আহমদ, আব্দুল গফ্ফার, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন সুমন, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, ব্যবসায়ী নেতা সাহেল আহমদ সোহেল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সচিব মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং নেতৃবৃন্দ এ ধরনের ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ