শিক্ষার্থীদের মাঝে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা করলো রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সি

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

শিক্ষার্থীদের মাঝে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা  করলো রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সি

গরীব শিক্ষার্থীদের মাঝে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সি। গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার গভর্ণর ক্লাব ভিজিট ও এসেম্বলি প্রোগ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন ক্লাব সদস্যবৃন্দ।
রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সির প্রেসিডেন্ট রোটা: মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটা: হাসান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর প্রিন্সিপাল রোটা: এম. আতাউর রহমান পীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর ফার্স্ট লেডি রোটা: ফিরোজা রহমান, ডিষ্ট্রিক্ট সেক্রেটারী রোটা: নিরেশ চন্দ্র দাস, ডিষ্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারী রোটা: সেলিম খান, এ্যাসিসটেন্ট গভর্ণর রোটা: ওয়াদুদ আল মামুন, রোটা: কয়েছ আহমদ সুমন, মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি মাছুম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটা: মঈন উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট গ্যালাক্সির চার্টার্ড প্রেসিডেন্ট রোটা: এডভোকেট হোসাইন আহমদ শিপন, আইপিপি ইকলাল আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: রুহেল আহমদ, ভাইস প্রেসিডেন্ট রোটা:সাব্বির আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটা: এড. রঞ্জু দেবনাথ, রোটা: শহীদুজ্জামান সেলিম, রোটা: জুলহাস উদ্দিন পলাশ, রোটা: নুর আহমদ মুর্শেদ, রোটা: পারভেজ আহমদ, রোটা: মাইদুল হক, রোটা: আবু বকর সিদ্দিক প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ