ইমতিয়াজ কামরান তালুকদার এর উদ্দোগে কিশোর ক্রিকেট ক্লাবের মাঝে খেলার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

ইমতিয়াজ কামরান তালুকদার এর উদ্দোগে কিশোর ক্রিকেট ক্লাবের মাঝে খেলার সামগ্রী বিতরণ

তরুণ উদ্যোক্তা নাট্যকার ও অভিনেতা সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক মো ইমতিয়াজ কামরান তালুকদার এর পক্ষ থেকে কিশোর ক্লাবের মাঝে খেলার সামগ্রী বিতরণ।সিলেট ফ্রিডম ক্লাব একটি সামাজিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।অর্থায়নে তালুকদার ফাউন্ডেশন। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কিশোর ক্রিকেট ক্লাবের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়।লেখাপড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীদের খেলাধুলা চালিয়ে যাওয়া দরকার, তাতে দেহ ও মন উভয়ই ভাল থাকে,স্বাস্থ্যহীন লোক  জীবনে কিছু করতে পারেনাএজন্যে খেলাধুলার প্রতি তরুনদের আগ্রহী গড়ে তুলতে আমরা কিশোর কিশোরী ক্লাবের মাঝে এই ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করছি।কিশোর ক্রিকেট ক্লাব খেলার সামগ্রী পেয়ে দারুন খুশি ওই সকল শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, এই প্রথম কেউ তাদের খেলার সামগ্রী দিলেন। নিজেদের মধ্যে ১০ টাকা বা ২০ টাকা চাঁদা তুলে প্রতিবছর খেলার সামগ্রী কিনতে হতো আমাদের। তিনি আমাদের পছন্দমত খেলার সামগ্রী দিলেন। এতে দারুণ খুশি আমরা।শিক্ষার্থীদের খেলার সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতে যদি তাদের আরও কিছু লাগে তাও দেওয়া হবে।সিলেট শহরে গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন ভাবে সেবামূলক কার্যকম চালিয়ে যাচ্ছে সিলেট ফ্রিডম ক্লাব।করোনা ভাইরাসের আতংকে পুরো বিশ্বই এখন আতংকিত।করোনায় কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।এছাড়াও উলেখ্য যোগ্য সেবার মধ্যে তিনি অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, হতদরিদ্র ও প্রতিবন্ধী ইমাম,মুয়াজ্জিন, কুরআনের হাফেজদের পাশে দাঁড়িয়েছেন।সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনা মূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, লখাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন,লিফলেট বিতরণ, রমজানে উপহার সামগ্রী বিতরণ,চা শ্রমিকদের উপহার সামগ্রী বিতরণ,ইফতার বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন।তিনি অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, পথশিশুদের জন্য ঈদে নতুন কাপড় বিতরণ, অসহায় চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন।তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন নগরীর বিভিন্ন প্রান্তের দরিদ্র জনগণ পাচ্ছেন খাদ্য ও ত্রাণ সামগ্রী।তিনি একটি টিম গঠন করেন,কামরান তালুকদার টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেয়।নগরীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রায় ২১ শত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।সিলেট ফ্রিডম ক্লাব একটি সামাজিক সাংস্কৃতিক ও সমাজসেবক মূলক সংগঠন। অর্থায়নে তালুকদার ফাউন্ডেশন।এসময় উপস্থিত ছিলেন সংগঠক ও সমাজসেবক মো আব্দুল মুমিন,অভিনেতা ও পরিচালক মো কামাল আহমেদ দূর্জয়,শফিক আহমেদ, জনি মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ