প্রধানমন্ত্রী বরাবর পল্লী চিকিৎসকদের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০

প্রধানমন্ত্রী বরাবর পল্লী চিকিৎসকদের স্মারকলিপি প্রদান

সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে পল্লী চিকিৎসকদের বিভিন্ন দাবী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার স্মারকলিপি প্রদান করেন, রাজনীতিবিদ,সমাজসেবক,সিলেট পল্লী চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি নজরুল ইসলাম ফারুকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলে,বাংলাদেশ পল্লী চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা,বিজিত পাল, সিলেট জেলা পল্লী চিকিৎসক পরিষদের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ মুহিবুর রহমান মুহিত , যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ ফারহানা বেগম হেনা, স্বাস্থ্য সম্পাদক আবুল কালাম, রাজীব আচার্য্য প্রমুখ। স্নারকলিপিতে বাংলাদেশ পল্লী চিকিৎসকদের চলমান পরিস্থিতি তুলে ধরা হয় এতে বলা হয়,দেশের যে কোন পরিস্থিতিতে বাংলাদেশ পল্লী চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেও বরাবরের মতোই উপেক্ষিত। বাংলাদেশ পল্লী চিকিৎসকগণ বিভিন্ন সরকারি ও বেসরকারি ভাবে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে প্রায় শতকরা ৭০ ভাগ সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য দিয়ে যাচ্ছেন। বর্তমানে করোনাকালীন সময়ে বাংলাদেশ পল্লী চিকিৎসকরা মাঠে থেকে নিরলসভাবে কাজ করতে গিয়ে এ পর্যন্ত ১০ জন চিকিৎসক প্রান হারিয়েছেন এটা শুধু করোনা কালীন সময়ে না দেশের যে কোন দূর্যোগকালে বাংলাদেশ পল্লী চিকিৎসকরা সবার আগে মাঠে থেকে নিরলসভাবে কাজ করেন। এখনো সাধারণ মানুষ গুলো সবার আগে আমাদের মতো পল্লী চিকিৎসকের কাছেই আসছেন আর আমরাও তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য নিঃস্বার্থ ভাবেই কাজ করে যাচ্ছি। বর্তমানে করোনাকালীন সময়ে যখন সরকার বড় বড় ডিগ্রী ধারী ডাক্তারদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন তখন আমরা সব সময়ের মতো অবহেলিতই রয়ে গেলাম। করোনাকালীন সময়ে যখন বড় বড় ডাক্তার জীবন রক্ষর্তে ঘরে আমার পল্লী চিকিৎসগণ তখন মাঠে কাজ করে যাচ্ছ। এর পরও নেই আমাদের প্রতি কোন সুনজর আর কতোকাল আমাদের মতো গরীব পল্লী চিকিৎসকরা অবহেলিত ভাবে নিঃস্বার্থ ভাবে মানুষের জন্য কাজ করে যাবো। আমরা কি কখনোই আমাদের কাজের মূল্যায়ন পাবো না। আমরাও মানুষ,আমাদের ও কিছু হলে কান্না করার মানুষ আছে, আমাদের ও একটা জীবন আছে। আমরা মারা গেলে আমাদের পরিবার পথে এসে দাড়াবে কারন আমাদের নেই কোন ব্যাংক ব্যালেন্স নেই কোন সরকারি ভাবে সহযোগিতা। আমাদেরকে কি এভাবেই সারা জীবন শুধু অবহেলার চোখেই দেখা হবে? সকল বাংলাদেশ পল্লী চিকিৎসকের একটাই দাবী সরকারের কাছে এইবার অন্তত পল্লী চিকিৎসকদের দিকে একটু সুনজর দিন।-প্রেস-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ