অসহায়দের মাঝে হামিম ফাউন্ডেশন ইউকের ইফতার বিতরণ

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২০

অসহায়দের মাঝে হামিম ফাউন্ডেশন ইউকের ইফতার বিতরণ

করোনা ভাইরাস কারনে ঘরবন্দি অসহায় ও দরিদ্র প্রায় ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে হামিম ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ। বুধবার হামিম ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা ইমাম উদ্দীনের উদ্যোগে নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ের রায় হোসেন এলাকায় এই ইফতার বিতরণ করেন তারা।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, হামিম ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের চেয়ারম্যান মো: মাতাব উদ্দীন, ভাইস চেয়ারম্যান রিপন উদ্দীন ছাড়াও এলাকার গণ্যমান্য বক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আমাদের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে। দেশের এই কঠিন সময়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই গর্ববোধ করছি। দেশের এই দুর্যোগপূর্ণ মুহুর্তে প্রত্যেক সামর্থবান নাগরিকদের এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। নেতৃবৃন্দ অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তশালীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশ-বিদেশে সকল মানুষের জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে তাদের জন্য দোয়া করেছেন তারা যেন সুস্থ্য ও নিরাপদে থাকেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ