সিসিকের পরিচ্ছন্নতা কর্মচারীদের মধ্যে ক্যাপ ফাউন্ডেশনের পিপিই প্রদান

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

সিসিকের পরিচ্ছন্নতা কর্মচারীদের মধ্যে ক্যাপ ফাউন্ডেশনের পিপিই প্রদান

করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে পিপিই বিতরণ করলো কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন)। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ২টায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এই পিপিই তুলে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
এ সময় কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন) এর পক্ষ থেকে ১০০ পিপিই, ১০০ কেএন ৯৫ মাস্ক, ১০০ ফেইস স্লাইডার ও জীবাণুনাশ টানল দেওয়া হয়।
পিপিই প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ক্যাপ ফাউন্ডেশনের প্রজেক্ট কো কর্ডিনেটর মোহাম্মদ দিলোয়ার হোসেন, সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফ রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন)-এর পক্ষে স্থপতি রাজন দাস, স্বেচ্ছাসেবী শামীম আহমদ, নুর মিয়া, রবিন আহমদ, সুমন তালুকদার, জগদীশ দেব, মিলন তালুকদার, অনিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ