দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকদের পাশে প্রাথমিক বিদ্যালয় সহকারি সমিতি 

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০২০

দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকদের পাশে প্রাথমিক বিদ্যালয় সহকারি সমিতি 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করায় প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র অসহায় শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি সমিতি (রেজি নং ১২০৬৮) সিলেট মহানগর শাখা। রোববার সিলেট মহানগর শাখার কার্যকরি কমিটির কয়েক জন শিক্ষক নিজেদের স্বেচ্ছায় প্রদত্ত অর্থে এ মহৎ উদ্যোগটি গ্রহণ করেন।
তাদের মহৎ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান। সামাজিক দূরত্ব বজায় রেখে মহানগরীর দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নগরীর কয়েকটি বিদ্যালয় থেকে শিক্ষকদের সহায়তায় দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকদেরকে এনে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান প্রভৃতি সামগ্রী একটি করে প্যাকেট হাতে তুলে দেয়া হয়।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার সভাপতি বাবু প্রমথেশ দত্ত, দূর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিজ আক্তার, সিলেট মহানগর শাখার সভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, প্রধান শিক্ষক নিকেতন দাস, সৌমিত্র দাস, শঙ্করী কর, শিপ্রা নাথ, জেলা শাখার সহ সভাপতি রনজিত মোহন সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ