ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধে হাই কোর্টে রিট

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধে হাই কোর্টে রিট

আলোকিত সিলেট ডেস্ক ::: পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা এই রিট আবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধেও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া বুয়েটসহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা এবং রাজনৈতিক বিবেচনায় উপাচার্য এবং শিক্ষক নিয়োগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আরজি জানানো হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হাই কোর্ট বেঞ্চে আজ দুপুরের পর রিটটির ওপর শুনানি হতে পারে। রিট আবেদনে কয়েকটি বিষয়ে রুল চাওয়ার পাশাপাশি ওই সব নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আওয়ামী লীগের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনকে বিবাদী করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ