সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের বিবৃতি : সাংবাদিক টিপুর মুক্তি দাবি

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের বিবৃতি : সাংবাদিক টিপুর মুক্তি দাবি

আলোকিত সিলেট ডেস্ক :::  ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক দৈনিক সবুজ সিলেট পত্রিকায় কর্মরত নিজাম উদ্দিন টিপুর উপর থেকে মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের নেতৃবৃন্দ।

 

সোমবার এক বিবৃতিতে সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের নেতৃবৃন্দ প্রশাসনের কাছে এই দাবি জানান। দুপুরে দেওয়া এই বিবৃতিতে সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের আহবায়ক হিলাল উদ্দিন শিপু ও সদস্য সচিব কামরান আহমদ ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক দৈনিক সবুজ সিলেট পত্রিকায় কর্মরত নিজাম উদ্দিন টিপুর উপর থেকে মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানান।

তারা বলেন নিজাম উদ্দিন টিপু আজ দীর্ঘদিন ধরে কারাগারে আটক রযেছে। সে একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে সর্বমহলে পরিচিত। সে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের মাস্টার্স এ অধ্যায়নরত।

কারাগারে আটক করায় তার শিক্ষাজীবনে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়েছে । আমরা  টিপুর মুক্তির জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ