প্রফেসর ড. এ.এইচ.এম মাহফুজুল হক আর নেই ॥ আমুসের শোক

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

প্রফেসর ড. এ.এইচ.এম মাহফুজুল হক আর নেই ॥ আমুসের শোক
আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধার সন্তান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম মাহফুজুল হক আর নেই। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৩০মিনিটের সময় সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) এর প্রধান উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য  বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, উপদেষ্টা প্রফেসর ড. আনজুমান আরা. প্রফেসর ড. মোহাম্মদ সায়েম উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক বাসুদেব পাল, সহযোগী অধ্যাপক শামসুজ্জামান শাকিল, সহযোগী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, শারমিন নাহার, মোছাব্বির মোহাম্মদ মুছা, মাকছাদুর রহমান, আবুল হাসনাত, দেবাশীষ সাহা,ঋত্বিক দেব অপু, মনোয়ার হোসেন, শুভব্রত দাশ, সুমিত সরকার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েল ও সাধারণ সম্পাদক সাব্বির মোল্লা  জেলা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, সিলেট মহানগর কমিটির সভাপতি মোঃ আব্দুল আহাদ বাবর,জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন বাপ্পী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, সিলেট জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান চৌধুরী লিমন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, এম সি কলেজ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ সহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবন্দ মরহুম ড.এ এইচ এম  মাহফুজুল হকের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ