করোনা সংক্রমণ ঠেকাতে সকলকে সচেতন থাকতে হবে: শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

করোনা সংক্রমণ ঠেকাতে সকলকে সচেতন থাকতে হবে: শফিকুর রহমান চৌধুরী

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে মানুষ এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই সবাইকে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে হবে। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ গ্রহণ করে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তিনি এখনও করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করছেন। তাই সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে মুখে অন্তত মাস্ক পড়ার ব্যাপারে দাবী জানান।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে নগরীর টিলাগড় পয়েন্ট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মিসেস হেলেন আহমেদ, সহ সভাপতি এটিএম বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধুরী গুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল আহমদ চৌধরী, সদস্য মোছাঃ রোকসানা পারভিন, মো. আলমগীর আহমদ, আলী খান, জাকির হোসেন, কবিরুল ইসলাম, ছমির উদ্দিন মানিক, রশিদুল ইসলাম রাশেদ, রাজন, শাহীন আহমদ, রঞ্জন দে, জাকির, মারুফ, জাকির চৌধুরী, তুহিন, এমদাদুল হক উবেদ, সিরাজুল ইসলাম, আজিম উদ্দিন, ছাতনেতা মারুফ আহমদ, মওদুদ আহমদ আকাশ, রুবেল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ