দিরাই শাল্লা জাতীয়পার্টির স্মরণসভা : গ্রামগঞ্জে এরশাদের উন্নয়নের ছোঁয়া এখনো লেগে আছে

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

দিরাই শাল্লা জাতীয়পার্টির স্মরণসভা : গ্রামগঞ্জে এরশাদের উন্নয়নের ছোঁয়া এখনো লেগে আছে

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্মরণে সভা করেছে দিরাই ও শাল্লা জাতীয় পার্টি। শনিবার বেলা ৩টায় দিরাই থানা পয়েন্টে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দিরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট এস.এম. জাহির আলীর সভাপতিত্বে ও শাল্লা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালীপদ রায়ের পরিচালনায় স্মরণসভায় বক্তারা বলেন, এরশাদ এ দেশের প্রতিটি মানুষের অন্তরে ঠাঁই করে আছেন।

শুক্রবার সরকারি ছুটি, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মওকুফ, উপজেলা পদ্ধতি চালু, ঔষধনীতি প্রণয়নসহ দেশবাসীর কল্যানে নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। টানা ৯ বছর সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করে গেলেও দুর্নীতি তাকে ছুতে পারে নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ কেউ দুর্নীতির কথা বললেও কোন আদালত তাকে দুর্নীতিবাজ বলে স্বীকৃতি দেয়নি। এরশাদের শাসনামলে দেশে দুর্নীতি ছিলো শুণ্যের কোঠায়। দেশের প্রতিটি গ্রামগঞ্জে এরশাদের উন্নয়নের ছোঁয়া এখনো লেগে আছে। তিনিই প্রথম বলেছিলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আ.ন.ম. ওহিদ কনা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার চৌধুরী, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রিয় সহসভাপতি আবদুল আউয়াল, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রিয় সদস্য অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি।

স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন প্রয়াত মন্ত্রী ইকবাল হোসেন চৌধুরীর পুত্র ইনান হোসেন চৌধুরী প্রিয়। অতিথি বক্তা ছিলেন দিরাই উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সর্দার, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচএম দুলদুল চৌধুরী, দিরাই পৌর জাতীয় পার্টির সভাপতি মাসুক আলম মাসুক।
স্মরণসভায় জাতীয়পার্টির নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ