নগরীর জালালাবাদ আবাসিক এলাকার একটি কলোনীতে ভাংচুর, লুটপাঠ ও হামলার অভিযোগ

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

নগরীর জালালাবাদ আবাসিক এলাকার একটি কলোনীতে ভাংচুর, লুটপাঠ ও হামলার অভিযোগ

নগরীর জালালাবাদ আবাসিক এলাকার একটি কলোনীতে ভাংচুর, লুটপাঠ ও হামলার ঘটনা ঘটেছে। ৮ জুলাই বুধবার বেলা সাড়ে বারটার দিকে জালালাবাদ আবাসিক এলাকার ২৮/৫ নং কলোনীতে এ ঘটনা ঘটে। হামলায় কলোনীর কেয়ারটেকারের স্ত্রী আহত ও শারীরিকভাবে লাঞ্চিত হন। হামলাকারীরা ব্যাপক ভাংচুর চালিয়ে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলোনী মালিক দক্ষিণ সুরমার লালারঘাও গ্রামের মৃত ওয়াহিদ উল্লার পৃত্র আব্দুল হাদী বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার অগিযোগ থেকে জানা যায়, আব্দুল হাদী আজ থেকে ৩৫ বছর আগে জালালাবাদ আবাসিক এলাকায় বিএস ৩৩০৮ এবং ৩৪৫ নং এসএ দাগের ৭.৬০ শতক বাড়ী রকম ভ’মি ক্রয় করে কলোনী নির্মাণ পুর্বক ভোগদখল করে আসছেন। উক্ত দাগের পশ্চিম পাশের্^ দক্ষিণ সুরমার লালারঘাও গ্রামের সোনাহর আলীর পুত্র হুমায়ুন কবির এবং মৃত মোবারক আলীর পুত্র ফরিদ ও জাকির গংদের কিছু জায়গা রয়েছে। এ সূত্রে তারা বিভিন্ন সময়ে আব্দুল হাদীর নিকট চাদা দাবী করে আসছিল। চাদা দাবী করায় হাদী বাদী হয়ে উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে গত ১৬ মার্চ সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সিআর ৬৬। উক্ত মামলা দায়ের করার কারনে আসামীরা হাদীকে সোবহানীঘাটস্থ তার ব্যবসা প্রতিষ্টানের সামনে গিয়ে হুমকি দিয়ে আসে। এ ঘটনায় হাদী গত ১৭ মার্চ কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং ১৩৯০। এসব মামলার জের ধরে আসামীরা গত ৮ জুলাই বুধবার বেলা সাড়ে ১২ টায় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হাদীর কলোনীতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হাদীর মালিকানাধীন কলোনীর বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলে এবং নির্মানাধীন ঘরের টিন ভাংচুর করে। তাদেরকে বাধা দিলে কেয়ারটেকার এর স্ত্রী আছমা বেগমকে মারপিট করে এবং শারীরিকভাবে লাঞ্চিত করে। আছমার গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় হামলাকারীরা। এ সময় প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে আসামীরা। এ ঘটনায় হাদী অভিযোগ দায়ের করলে ও পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন হাদী।

এ সংক্রান্ত আরও সংবাদ