দরিদ্র মানুষের পাশে শাহী ঈদগাহ হাজারীবাগ যুব সমাজ

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

দরিদ্র মানুষের পাশে শাহী ঈদগাহ হাজারীবাগ যুব সমাজ

শ্রমজীবী, দরিদ্র ও অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়ালো শাহী ঈদগাহ হাজারীবাগ যুব সমাজের নেতৃবৃন্দ। ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় আব্দুস সালাম ফারুক মিয়ার বাসভবনে যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় হাজারীবাগের দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন যুব সমাজের নেতৃবৃন্দ। প্রায় ১’শ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে যুব সমাজের নেতৃবৃন্দ বলেন, দেশের এই ক্রান্তি লঘ্নে অসহায়দের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে ও সরকারের নির্দেশে দেশের যে কোন দুর্যোগময় সময়ে যুব সমাজ স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসতে প্রস্তুত রয়েছে। নেতৃবৃন্দ বলেন, অসহায়দের এসব সহায়তার ফলে একটু হলেও হাসি ফুটবে তাদের পরিবারে। নেতৃবৃন্দ সমাজের বিত্তশালীদের অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর সন্তান কমান্ডের আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম ফারুক, ফজলুল হক, আব্দুল আহাদ, হাবিবুর রহমান পুতুল মিয়া, ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন রাজু, আব্দুল মতিন, সাবেক ছাত্রলীগ নেতা সুমন খান, মুর্শেদ আহমদ, রাসেল আহমদ, স্বপন আহমদ, সামসুল আলম, রাজীব আহমদ, আতিকুর রহমান তপু, সাজুল করিম, জুয়েল আহমদ, যুবলীগ নেতা শাহীন আহমদ, সাংবাদিক সুজাদ আহমদ, সুমন আহমদ, শান্ত আহমদ, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ