আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমার সম্মুখ যুদ্ধ ও মুক্ত দিবস

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমার সম্মুখ যুদ্ধ ও মুক্ত দিবস

আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমার সম্মুখ যুদ্ধ ও পাকহানাদার মুক্ত হয় কদমতলীসহ গোটা দক্ষিণ সুরমা। দক্ষিণ সুরমার সম্মুখ যুদ্ধ ও মুক্ত দিবস উপলক্ষে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন  জানান, ১৩ ডিসেম্বর কদমতলী পয়েন্টে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানসহ মুক্তি সংগ্রাম ও বিজয় নিয়ে রচিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ