ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
কদমতলীতে আবুধাবী প্রবাসীর পাসপোর্ট ও টিকেট হারিয়েছে
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা বাজার ইউনিয়নের চারাবই গ্রামের বাসিন্দা পংকি মিয়ার পুত্র আহমদ এর আবুধাবী দেশের ভিসা লাগানো পাসপোর্ট ও টিকেট কদমতলী থেকে হারিয়ে গিয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় তিনি নিজ বাড়ি থেকে সিলেট শহরে আসার পথে কদমতলীর সিলেট জকিগঞ্জ সড়কের শাহজালাল সেতুর ওভারব্রীজ এর নিচ থেকে তার পাসপোর্ট ও টিকেট হারিয়ে যায়। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি পাসপোর্ট ও টিকেটের সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৩১৪৭৮০০১১ অথবা ০১৮১৫৬৫৭৪৭০ নং মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য আকুল আবেদন জানিয়েছে আহমদ। উল্লেখ্য আহমদ তার পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তি। প্রবাসে অবস্থান করে কষ্টার্জিত অর্থ দিয়ে সংসার চালান। দেশে ছুটিতে তিনি এসেছেন। পাসপোর্ট ও টিকেট না পেলে একটি পরিবার অসহায় হয়ে পড়বে বলে জানান আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।