চারাদিঘীরপাড়ের ড্রেন ও রাস্তা ময়লা ভাগারে পরিণত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

চারাদিঘীরপাড়ের ড্রেন ও রাস্তা ময়লা ভাগারে পরিণত

ময়লা ভাগারে পরিণত হয়েছে চারাদিঘীর পাড়ের রাস্তা ও ড্রেন। প্রতিনিয়ত রাস্তায় ময়লা-আবর্জনা ফেলার এলাকার বাতাসে দুর্গন্ধ বয়ে বেড়াচ্ছে। স্থানীয় মনে করছেন এ দূর্গন্ধের কারনে যে কোন রোগজীবানু হতে পারে। একদিকে যেমন করোনার আতঙ্কে মানুষ দিশেহারা, অন্যদিকে ডেঙ্গু মসার ভয় উকি মারছে এলাকাবাসীর মাঝে।

অথচ স্পষ্ট করে ময়লা-আবর্জনা ফেলা নিষেধ লেখা থাকার পর কে শেনো কার কথা। প্রতিনিয়ত এখানে ময়লা ফেলে যাচ্ছেন প্রতিবেশীরা। ময়লাগুলো সময়মতো পরিস্কার না করার ফলে দুগর্ন্ধে ছড়িয়ে পড়ছে আশপাশে। ছবিতে দেখা যায় চারাদিঘীরপাড় এলাকা হনুফা ভিলা ১৩ এর সংলগ্ন জায়গায় ময়লা আবর্জনা রাস্তার ফেলার পরও ড্রেনে ফেলার কারনে ড্রেন ভর্তি হয়ে পানি নিস্কাশন বন্ধ হয়ে যাচ্ছে। অপর দিকে আতঙ্ক ডেঙ্গু মসার। এ থেকে পরিত্রাণ পেতে সিটি কর্পোরেশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ