দেশব্যাপী ধর্ষণকারীদের শাস্তির দাবীতে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন প্রতিবাদ সভা

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

দেশব্যাপী ধর্ষণকারীদের শাস্তির দাবীতে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন প্রতিবাদ সভা

সিলেটের এম.সি কলেজ ছাত্রাবাস সহ দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর শুক্রবার রাত ৯টায় ৭নং ওয়ার্ডের সুবিদবাজারস্থ পিটিআই এর সম্মুখে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই ঘৃণ্য অপারাধের প্রতিবাদ জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।
৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোবহান আহমদ মিলনের সঞ্চালনায় মোমবাতি প্রজ্জ্বলন প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ আজাদ, মহানগর যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন, মহানগর শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়েত খান, সাবেক সদস্য ছাত্রলীগ নেতা আমিনুর রিয়াজ মওদুদ, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সায়মন আহমদ, মহানগর যুবলীগ নেতা নুরুজ্জামান আহমেদ, মহানগর ছাত্রলীগ নেতা তাসবীর খান, রুবেল আহমদ করিমী, জাকারিয়া, ছাত্রলীগ নেতা রাজন আহমদ সুয়েব, আহসান হাবিব, শ্রমিক লীগ নেতা শামীম আহমদ, লিটন আহমদ, সুমন আহমদ, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ, জাহেদ আহমদ, এমদাদুল হক মান্না, আজিম চৌধুরী বাপ্পী, জাহিদ আহমদ ইমরান প্রমুখ।
মোমবাতি প্রজ্জ্বলন প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঘৃণ্য এই অপারাধীদের কোন দল নেই। যারা এই ধরনের ঘৃণ্য অপকর্ম করেছে তাদের দেশের মাটিতে থাকার কোন অধিকার নেই। যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা অবিলম্বে এসব ঘৃণ্য অপরাধীদের বিচারের দাবী জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ