ঔষধের গুণগত মান বজায় রাখতে ফার্মেসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: শিপলু

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

ঔষধের গুণগত মান বজায় রাখতে ফার্মেসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: শিপলু

সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তরুণ চিকিৎসক ও সংগঠক ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, ঔষধের গুণগত মান বজায় রাখতে ফার্মেসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি কাজী ফার্মেসি গুনগত মান ধরে রাখতে সদা প্রচেষ্টা চালাবেন। ফার্মেসি হিসেবে নতুন যাত্রায় কাজী ফার্মেসি আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। আমি কাজী ফার্মেসির সমৃদ্ধি ও সফলতা কামনা করছি এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানান।

তিনি ২ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর বাজারে বটেশ্বর বাজারে কাজী ফার্মেসীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কাজী ফার্মেসি উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ মোঃ জাহাঙ্গীর, সাবেক সেনা কর্মকর্তা কাজী আবসের আলী, শামিম আহমদ, ৯ নং ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন, ড. হাবিবুর রহমান, ড. কাউছার আহমেদ, ড. মালেক, কাজী ফার্মেসির পরিচালক কাজী বদরুল ইসলাম, কাজী আশরাফ উদ্দিন সহ স্থানীয় মোরব্বী ও আওয়ামী লীগের নেতা কর্মী সহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ