নগরীতে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

নগরীতে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কার্যক্রমের উদ্বোধন

আলোকিত সিলেট ডেস্ক ::: সিলেট নগরীতে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় মিরাবাজারস্থ মেসার্স বিরতি ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, সিলেট শহরে মোটরবাইক চালকদেরকে সচেতন করতেই তাদের এই কার্যক্রম। কেউ যদি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমাসহ ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকগন, এসএমপির ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ