মুক্তিযোদ্ধা তুরন মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

মুক্তিযোদ্ধা তুরন মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভা ও দোয়া মাহফিল

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. তুরন মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শনিবার (২৮ আগস্ট) দুপুর ১টায় সমিতির ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলা মিয়ার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ। প্রয়াত আলহাজ্ব তুরন মিয়ার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সমিতির অন্যতম সদস্য ও মরহুমের ছেলে শাহমেল আহমদ মোস্তাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মার্কেটের অন্যতম ব্যবসায়ী হাজী মো. ফখরুল ইসলাম, হারিছ আলী মেম্বার, শামিম আহমদ, জুনেদ আহমদ, শাহ রুমেল, মো. আদনান, মো. দুলাল হোসেন, সাইফুল আলম, ফখরুল ইসলাম, তোফাজ্জুল আলী, ফিজরুল ইসলাম, অশোক কুমার রায়, বিধান চন্দ দে, সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কফিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, কোষাধ্যক্ষ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, দপ্তর সম্পাদক চিরঞ্জিত পাল, প্রচার সম্পাদক আজিম উদ্দিন, ধর্ম সম্পাদক কাজী দিলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মো. জুনেদ, শামসুল আলম. নুরুল হক, নূর আহমদ নোমান, শিপু আহমদ, গোলাম রাসুল রিমন, ফজল আহমদ, জুনেদ আহমদ, আজিজুল রহমান নানু, পারভেজ আহমদ সানি, এহিয়া রাজা, নেপাল দে প্রমুখ।

সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম তুরন মিয়ার কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন। মার্কেটের ব্যবসায়ীদের কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, তিনি আমৃত্যু ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে গেছেন। তিনি একজন বন্ধু বৎসল সজ্জন ব্যক্তি হিসেবে সকল মহলে ছিলেন সমাদৃত। বক্তারা মরহুম তুরন মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। সবশেষে মরহুম তুরন মিয়া সহ মার্কেটের অন্যান্য প্রয়াত ব্যবসায়ীদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মার্কেট মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল হালীম আলবাব। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ