শোকাবহ আগস্টে কালোব্যাজ ধারণ করলো বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ ব্যাংক সিলেট সিবিএ

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১

শোকাবহ আগস্টে কালোব্যাজ ধারণ করলো বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ ব্যাংক সিলেট সিবিএ

বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ ব্যাংক সিলেট সিবিএ কর্তৃক শোকাবহ আগষ্ট মাসের প্রথম কার্যদিবসে কালোব্যাজ ধারণ করে কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর কে কালোব্যাজ পরিয়ে কর্মসূচির সুচনা করেন বঙ্গবন্ধু পরিষদ এবং নীল দলের সভাপতি মোঃ কবীর আহমেদ শরীফ।

এসময় নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর বলেন করোনা মহামারির করাল গ্রাসে আমাদের যাবতীয় উদযাপন স্থবির হয়ে পড়েছে। একারণেই সীমিত আকারে বছর যাবত উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী। বেঁচে থাকলে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স হতো একশ এক বছর। অথচ এমনই এক আগস্ট মাসে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শাহাদাত বরণ করতে হয়েছে। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার লক্ষ্যেই স্বাধীনতার বিরোধীতাকারী এবং দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। জাতির পিতার আদর্শে উজ্জীবীত হয়ে দেশকে এগিয়ে নেয়ার সংগ্রামে শামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এরপর মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলামসহ অফিসে উপস্থিত সবাইকে কালোব্যাজ পরানো হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলদলের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দত্ত, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল সাধারণ সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, ব্যাংক ক্লাবের সম্পাদক আসাদুল হাকিম, কনিকস এর সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র মালাকার, সিবিএ সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোহাম্মদ আলমগীর। এছাড়াও উপস্হিত ছিলেন কর্মকর্তা সর্বজনাব আবু ওয়াফা মোঃ মুফতি, খালেদ আহমদ, শামীমা নার্গিস, মোস্তফা আজাদ কামাল,আবু তৈয়ব আব্দুল্লাহ, কালিপদ রায়,মোঃ সাইফুল ইসলাম খান, সঞ্জীবন মজুমদার, মোঃ সফিকুল ইসলাম, হুমায়ুন আহমেদ খান চৌধুরী, মোহাম্মদ শফিকুল ইসলাম, শুভেন্দু কুমার দেব, জলি তালুকদার, মোঃ আব্দুল হাদী, সতীশ চন্দ্র দাস, তাসবিরা হক, জ্যোতিষ রঞ্জন দাস, রত্নেশ্বর ভট্টাচার্য্য, দেবাশিস তালুকদার, হুমায়রা জাহান রুপু, অমিত্র সূদন পাল,শাওন দাস, শংকর চন্দ্র অলমিক, মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, বায়ানা নাওমী, মোঃ দেলওয়ার হোসেন, এ এস মাসুম, আবুল কালাম আজাদ, সিন্ধু ভুষন পাল, নীহার রঞ্জন দাস, মোঃ তাজেমুল হক, বিশ্বজিৎ কুমার দে,পার্থজ্যোতি দে,লিভাষ চন্দ্র পোদ্দার, শুভংকর দেব চৌধুরী, জ্যোতির্ময় দাস, মোঃ আরিফুল ইসলাম ঠাকুর, মোঃ আব্দুস সামাদ, আরিফুল ইসলাম খন্দকার, মোশাহিদুল ইসলাম, মোঃ এনামুল হক, প্রণয় রায়, মোঃ মোফাখ্খারুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মাহমুদুল হাসান,অনিমেষ কুমার নাগ, মোঃ আব্দুল মোতালেব, আতিকুর রহমান চৌধুরী, দিপুল শিকদার, সুলতান আহমেদ, মোঃ ওসমান গনি, দীপ চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ