চা শ্রমিকদের উন্নয়নের নামে মিথ্যাচারে শহীদ মিনারে মানববন্ধন বুধবার

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২১

চা শ্রমিকদের উন্নয়নের নামে মিথ্যাচারে শহীদ মিনারে মানববন্ধন বুধবার

১ম জাতীয় চা দিবসকে কেন্দ্র করে চা শ্রমিকদের উন্নয়নের নামে যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে তারই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে সিলেটের সচেতন চা শ্রমিক ও ছাত্র-যুবকবৃন্দ। বুধবার (৯ জুন) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, গত ৪ জুন বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় প্রথম বারের মতো জাতীয় চা দিবস পালন করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেখানে চা বাগানের কোন শ্রমিক, ছাত্র-যুবক এমনকি চা শ্রমিকদের একমাত্র ট্রেড ইউনিয়নেরও কোন উপস্থিতি বা প্রতিনিধিত্ব ছিল না। এই দিবসকে কেন্দ্র করে চা শ্রমিকদের অনুপস্থিতে চা শ্রমিকদের উন্নয়নের নামে দেশব্যাপী যে তথ্য প্রচার করা হয়েছে তা ভুল, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর ছিল যা পিছিয়ে পড়া চা জনগোষ্ঠীকে আরো বেশি প্রান্তিকতর করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখবে।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে সংশ্লিষ্ট সহ সকলকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সচেতন চা শ্রমিক ও ছাত্র-যুবক নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ