ঢাকা ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
জাপার মতবিনিময় সভায় শাহ আলম: জাতীয় পার্টির ঘাঁটি সিলেট ৩ আসন পুনরুদ্ধারে নেতাকর্মীদের আন্তরিক হতে হবে
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১
দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির আহবায়ক শাহ আলম বলেছেন, পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি দেশের মানুষের এক ভরসার স্থল। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। জাতীয় পার্টি বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রাণের সংগঠন। এই সংগঠনের কার্যক্রম সবখানে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেণ, জাতীয় পার্টি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে। এদেশের দুঃখী মানুষের হাসি ফোটানোই জাতীয় পাটির রাজনীতি অন্যতম লক্ষ্য। তিনি বলেন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত দক্ষিণ সুরমার ৩ আসনটি যেকোন মূল্যে পুনরুদ্ধার করতে সকল নেতৃবৃন্দকে আন্তরিক ভাবে কাজ করে যেতে হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় চন্ডিপুল এলাকায় দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
কমিটির সদস্য সচিব তাজ উদ্দিন আহমদ এপলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য আফতাব মিয়া, আবদুল আলিম, নিজাম মিয়া, ইলিয়াস মিয়া, নজির মিয়া, শাহ মো. ফুল মিয়া, কয়েছ আহমদ, শহীদ আহমদ, আইয়ুব আলী মেম্বার, এইচ এম মাসুক মিয়া, ইমরান আহমদ, আতাউর রহমান, আফরোজ মিয়া, সাদিকুর রহমান সোহেল, আবদুল মালিক, মীর সেলিম আহমদ, কয়েছ আহমদ, ফারুক মিয়া, ফরিদ মিয়া, হিরা মিয়া, আবদুস সাত্তার, নিজাম মিয়া, মালাই আহমদ প্রমুখ।