ঢাকা ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
সিলেটের জনগণের জানমালের নিরাপত্তা দিতে মাঠে রয়েছে মহানগর যুবলীগ: আলম খান মুক্তি
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২১
হেফাজতে ইসলামের ডাকে হরতালের প্রতিবাদে রবিবার (২৮ মার্চ) সকাল থেকে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির নেতৃত্বে নগরীর আম্বরখানা দর্শনদেউড়ীতে অবস্থানে রয়েছে এবং হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে এক প্রতিবাদ সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যে কোন ধরনের অরাজকতা প্রতিহিত করতে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে মাঠে রয়েছে সিলেট মহানগর যুবলীগ।তিনি বলেন, রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে জামাত বিএনপি। এই দেশকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাণ্ডব চালাচ্ছে। এরই অংশ হিসেবে তারা হরতালের ডাক দিয়েছে। জনগণ আজকের এই হরতালকে প্রত্যাখান করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ রাজপথে আছে এবং থাকবে। এসময় আলম খান মুক্তির নেতৃত্বে মহানগর যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।