ঢাকা ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলায় ঐক্যের কোন বিকল্প নেই— সাকারিয়া হোসেন সাকির
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১
সাকারিয়া সাকির – দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল আবারও ধর্ম ব্যবসায়ীদের মাঠে নামিয়েছে এদের ব্যাপারে সর্তক থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে ‘রাজনৈতিকভাবে যারা ব্যর্থ হয়, তারাই যুগ যুগ ধরে ধর্ম ব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহার করে। এবারও তা-ই করছে। বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এদেশকে একটি উন্নয়নশীল ও উন্নত দেশ বিনির্মানে দিনরাত কাজ করে যাচ্ছেন ঠিক এই সময়ে ধর্ম ব্যবসায়ীদের কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এই কুচক্রী মহল। ‘বাংলাদেশের মানুষ ধর্মপরায়ন কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মান্ধরা দল কিংবা ব্যক্তির নয়, দেশ ও জাতির শত্রু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান বিরোধীদের সম্পর্কে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’ ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রার পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।’