করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৎস্য মেলার আয়োজনে বিস্ময় প্রকাশ

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মৎস্য মেলার আয়োজনে বিস্ময় প্রকাশ

কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাসের সারা বিশ্ব যেখানে স্তম্ভিত। স্কুল, কলেজ সহ সামাজিক সাংষ্কৃতিক আচার-অনুষ্ঠান যখন রয়েছে বন্ধ। ঠিক সেই মুহুর্তে সিলেট নগরীর জলাল বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ৩দিন ব্যাপী মৎস্য মেলার আয়োজনকে ঘিরে সর্ব সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপকে ভয়াবহ আখ্যায়িত করে যখন স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে, সেই সময়ে গণসমাবেশ হওয়ার মতো মৎস্য মেলার উদ্যোগ করোনা ভাইরাসের সংক্রমন বাড়াতে ভূমিকা রাখবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

সচেতন মহল জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শত বৎসরের ঐতিহ্যমন্ডিত শেরপুরের মৎস্য মেলা এবার বন্ধ রাখা হয়েছে। কিন্তু জলাল বাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড জোরেশোরে প্রচার প্রচারণা চালিয়ে বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে আয়োজন করেছে মৎস্য মেলার।

সচেতন মহল জানান, প্রতিদিন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক নগরীতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নাগরিকদের অনুরোধ জানাচ্ছেন। সেখানে ১১, ১২ ও ১৩ জানুয়ারি ৩দিন ব্যাপী মৎস্য মেলার প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের নাম উল্লেখ করে পোস্টারিং সহ প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ