‘হৃদয়ে বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচন ও জসিম বুক হাউসের সাহিত্য সেবার যাত্রা শুরু

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

‘হৃদয়ে বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচন ও জসিম বুক হাউসের সাহিত্য সেবার যাত্রা শুরু

জসিম বুক হাউসের সাহিত্য সেবার যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ জসিম বুক হাউজে এ উপলক্ষে কবি শাহিনা জালালী পিয়ারা রচিত ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

জসিম বুক হাউস সাহিত্য সেবা কার্যকরি কমিটির উপদেষ্টা সুমন কুমার দাস, শাব্বীর জালালাবাদী, শাহাদত বখত শাহেদ, আবু সালেহ আহমেদ, মো. আতিকুর রহমান, ওহি আলম রেজা, মমশাদ গাজী, ডা. মাওলানা লোকমান হেকিম ও ইকবাল হোসেন আফাজ, সভাপতি ছয়ফুল আলম পারুল, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজ সৈয়দ, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন, সহ সাংগঠনিক সম্পাদক রেকাসানা বেগম, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামী, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফা আহমেদ লিলি, সহ মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা বেগম হেনা, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুনশি ইকবাল, সহ শিশু বিষয়ক সম্পাদক শাহিনা জালালী পিয়ারা, কার্যনির্বাহী সদস্য রাবেয়া আক্তার আনিকা, কিবরিয়া জান্নাত প্রিয়া, আফসানা বেগম রিমা, জিয়াউর রহমান, শাব্বীর আহমেদ অপু প্রমুখ।

জসিম বুক হাউসের সাহিত্য সেবার যাত্রা ও মোড়ক অনুষ্ঠানে বক্তারা বলেন, জসিম বুক হাউস সাহিত্য সেবা সাহিত্যালোচনা, সাহিত্য সভা, সাহিত্যিকের জন্মবার্ষিকী, মৃত্যু বার্ষিকী সহ বিভিন্ন কর্মখান্ডের মাধ্যমে সাহিত্য ও সাহিত্যিকের সাথে সর্বস্তরের পাঠকের সম্পর্ক বৃদ্ধির জন্য কাজ করবে। সাহিত্য ও সাহিত্যিকদের প্রতি দায়বদ্ধতাই জসিম বুক হাউস সাহিত্য সেবার পথচলার প্রেরণা। বক্তারা বলেন, সাহিত্য মানুষের মনের খোরাক জোগায়। সাহিত্যিকরা তাদের সাহিত্যজ্ঞান দিয়ে শতাব্দীকাল ধরে পাঠকের মনের পুষ্টির জোগান দিয়েছেন। জ্ঞানের আলো ও পাঠের আনন্দ তাদের সাহিত্য সৃষ্টিকে করেছে কালজয়ী। বক্তারা কবির শাহিনা জালালী পিয়ারাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বই প্রেমিরা বইটি পড়ে জাতির পিতার আদর্শ ও জীবনী সম্পর্কে জানতে পারবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ