ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
পূণরায় জাতীয় পার্টিতে যোগদান করায় কুনু মিয়াকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া পূণরায় জাতীয় পার্টিতে যোগদান করায় জেলা জাতীয় শ্রমিক পার্টির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ (নভেম্বর) সোমবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সংবর্ধা অনুষ্ঠান হয়। কুনু মিয়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান জিএম কাদের এর হাতে ফুলেল তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. রফিক আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি নুরুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জামাল আহমদ, প্রচার সম্পাদক জাবেদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আহাদ আহমদ, রাকিব আলী, পাবেল আহমদ, হাসান আহমদ, আব্দুল জলিল, সাইফুল ইসলাম, আরমান আলী, রখলিছ আলী কালাই, আমিন আলী, সাঈদ আহমদ, ইফতাদ আহমদ, রাহি, জুবের আহমদ, তাজ উদ্দিন, সাজন আহমদ, রাহুল আহমদ, আফজল হোসেন, রুম্মান আহমদ, সাবু আহমদ হর প্রমুখ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিভিন্ন দলের নেতা-কর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করছেন। আগামীতে আরো নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন। আগামী দিনে জাতীয় পার্টি থাকবে মূল শক্তি হিসেবে। তাই জাতীয় পার্টির পতাকা তলে সব শক্তিকে একত্রিত হতে হবে। বিজ্ঞপ্তি