যুবদল শীর্ষ নেতৃবৃন্দকে মামলা দিয়ে সরকার পতন আন্দোলনকে দমানো যাবে না: পাপলু

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

যুবদল শীর্ষ নেতৃবৃন্দকে মামলা দিয়ে সরকার পতন আন্দোলনকে দমানো যাবে না: পাপলু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের নামে অবৈধ হয়রানীমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর তালতলা হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক ও জেলা সদস্য সচিব মকসুদ আহমেদের যৌথ পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।
সভায় বক্তারা বলেন, ঢাকা ১৮ উপ-নির্বাচনে সরকার দলীয় লোক ও প্রশাসন কর্তৃক ভোট কেন্দ্র জালিয়াতির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেয়। একের পর এক ধরনের ন্যাক্কাজনক ঘটনায় জনগণের ভোটের অধিকার আজ ভুলণ্ঠিত। উপনির্বাচনে ভোট ডাকাতি করে সরকারী পৃষ্টপোষকতায় বাসে আগুন দিয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের শীর্ষ নেতৃবৃন্দ কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সিলেট বিভাগীয় টিমের প্রধান সহ সভাপতি শহীদুল্লাহ তালুকদার, সহ সভাপতি আনসার উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সহ সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রনোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে সরকার পতনের আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। সারা দেশব্যাপী যুবদল আজ ঐক্যবদ্ধ হওয়ায় সরকার দিশেহারা। তাই শীর্ষ নেতৃবৃন্দকে মামলা দিয়ে সরকার পতন আন্দোলনকে বাধাগ্রস্থ করতে চায়।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা সিনিয়র সদস্য এড. মোমিনুল ইসলাম মুমিন, মহানগরের সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আখতার আহমদ, মহানগরের সদস্য সাহিবুর রহমান সুজান, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, জেলা সদস্য সাঈদ আহমদ, জেলা সদস্য সাহেদ আহমদ চমন, জেলা সদস্য মঈনুল ইসলাম মঞ্জু, মহানগরের সদস্য লোকমান আহমদ, মহানগরের সদস্য সোহেল মাহমুদ, মহানগরের সদস্য বেলায়েত হোসেন মোহন, মহানগরের সদস্য নজরুল ইসলাম, জেলা সদস্য মিজানুর রহমান নেছার, জেলা সদস্য লিটন আহমদ, মহানগরের সদস্য উমেদুর রহমান উমেদ, সদস্য এমদাদুল হক স্বপন, জেলা সদস্য অলি চৌধুরী, জেলা সদস্য কয়েস আহমদ, মহানগরের সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মহানগরের সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা সদস্য ফখরুল ইসলাম রুমেল, জেলা সদস্য মফিজুস সামাদ চৌধুরী মাহফুজ, মহানগরের সদস্য মির্জা সম্রাট, জেলা সদস্য জি.এম বাপ্পি, মহানগরের সদস্য রেজওয়ান আহমদ, জেলা সদস্য আলি আহমদ আলম, মহানগরের সদস্য উসমান গনি, জেলা সদস্য মকসুদুল করিম নুহেল, জেলা সদস্য সাইফুল ইসলাম, জেলা সদস্য মতিউর রহমান আফজাল, মহানগরের সদস্য জয়নুল ইসলাম জনি, জেলা সদস্য মাসুক আহমদ, মহানগরের সদস্য নাছির উদ্দিন রহিম, জেলা সদস্য আমিনুল ইসলাম আমিন, মহানগরের সদস্য এস.এম পলাশ, জেলা সদস্য আব্দুল মালেক, মহানগরের সদস্য ইসহাক আহমদ সহ মহানগরের ২৭টি ওয়ার্ড ও উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ