হোমিওপ্যাথিক চিকিৎসক প্রফেসর ডা. পরিমল দেব এর “হানেমানিয়ান হোমিওপ্যাথি” এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

হোমিওপ্যাথিক চিকিৎসক প্রফেসর ডা. পরিমল দেব এর “হানেমানিয়ান হোমিওপ্যাথি” এর মোড়ক উন্মোচন

বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও গবেষক প্রফেসর ডা. পরিমল দেব কর্তৃক রচিত হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে চল্লিশ বছরের সাধণা ও গবেষণা লব্ধ গ্রন্থ “হানেমানিয়ান হোমিওপ্যাথি” এর মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বেলা আড়াইটায় বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট জেলা ও সাপ্তাহিক হোমিওপ্যাথিক আলোচনা পরিষদ সিলেটের উদ্যোগে এই প্রকাশনা অনুষ্ঠান হয়।

বাহোপ সিলেট জেলা শাখার সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ও ডা. রতিশ চন্দ্র চন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাপ্তাহিক হোমিওপ্যাথিক আলোচনা পরিষদ সিলেটের সহ সভাপতি ডা. সত্য রঞ্জন দে, এম.সি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আজাদ আতিকুর রহমান, সিওমেক সিলেট কমিউনিটি মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শিব্বির আহমদ শিবলী, অধ্যক্ষ আব্দুল হান্নান, অধ্যক্ষ ননী গোপাল রায়।

বক্তব্য রাখেন, ডা. এ. এম. শিহাব উদ্দিন আহমদ, ডা. তরনী দেবনাথ, ডা. সুধাংশু শেখর দাস, ডা. অরুনোদয় ধর, ডা. মো. ফরহাদ, ডা. আব্দুল জলিল, ডা. ব্রজেন্দ্র চন্দ্র নাথ। অনলাইনে জুমের মাধ্যমে যুক্ত হন ডা. কে. এম. আলাউদ্দিন, ডা. হাবিবুর রহমান, ডা. হাবিবুর রহমান মার্শাল, ডা. জয়চন্দ্র দেবনাথ, কৃষ্ণনাগ চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. পরেশ চন্দ্র মোদক, অনলাইন পরিচালনা করেন ডা. দিলীপ কুমার দাস ও অধ্যাপক বিপ্লব রায় প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ