সিলেটে প্রাক্তন জাতীয় কমিশনার জেবা রশীদ চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

সিলেটে প্রাক্তন জাতীয় কমিশনার জেবা রশীদ চৌধুরীকে সংবর্ধনা

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচী ও বিশ্বব্যাপী নিবেদিত প্রাণ, গাইডিং আন্দোলনের সর্বজন স্বীকৃত পথিকৃৎ, সিলেটের কৃতি সন্তান, প্রাক্তন জাতীয় কমিশনার জেবা রশীদ চৌধুরীকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কাজীটুলাস্থ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, প্রাক্তন জাতীয় কমিশনার জেবা রশীদ চৌধুরী।

সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন, গার্ল গাইডস্ এর সাথে সম্পৃক্ত হয়ে মাতৃ মৃত্যু হার কমানো, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ, পড়ালেখা বিষয়ে জ্ঞান দান, শিশু অধিকার আইন, নারী নির্যাতন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গার্ল গাইডস্ সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। গার্ল গাইড সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের সম্মান বয়ে আনবে। ফলে উপকৃত হবে সমাজ-এগিয়ে যাবে বাংলাদেশ।

গাইডসদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যা শিখছ-তা অন্যদের মাঝে ছড়িয়ে দাও। সমাজে এখনো বিভিন্ন জায়গায় যৌতুক, বাল্য বিয়ে দেয়া হচ্ছে। এগুলো রোধ কারার দায়িত্ব তোমাদের। মনে রাখতে হবে, গার্ল গাইডস্ মানেই হাসি মুখে প্রতিকুল অবস্থার মোকাবেলা করা।

ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, আঞ্চলিক সেক্রেটরী কামরুন নাহার বেগম, আঞ্চলিক কোষাধ্যক্ষ চৌধুরী ফেরদৌস আরা কামাল, স্থানীয় কমিশনার সিদ্দিকা খাতুন, সদস্য সালমা বাছিত, হলদে পাখিদের গাইডার শিল্পী রানী দেবী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা ট্রেজারার শামীমা আক্তার নেভি, গাইডার শারমীন সুলতানা, অফিস সহকারি মো. নাজির হোসেন, রেঞ্জার সঙ্গীতা কর্মকার মিতু, উম্মে হাবিব সুমি, মাহবুবা জাহান রিমু।

এছাড়া আরও বক্তব্য রাখেন, নৌশিন ইসলাম তানহা, শাহানা আক্তার, মোমেনা বেগম, রাজিয়া তাবাসসুম এশা, তানিয়া বেগম, রুমেনা বেগম, হলদে পাখি শেখ মাহজাবিন তারানা স্নেহা, প্রণমি দেবনাথ পুন্নি প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ