যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটি আওয়ামী লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ১০ অক্টোবর শনিবার  রাতে প্যাটারসন সিটির ২৭১ ইউনিয়ন এভিনিউতে অবস্থিত নিউজার্সি স্টেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়েয় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শাহেক হোসেনকে আহ্বায়ক, শাইকুল ইসলাম নাঈম, নাহাদ চৌধুরী (সানিয়াত), রাজু খান, খান, দ্বীপ্ত রায়, জাহেদ আহমেদ, জাহেদ আহমেদ, সজিব আহমেদ চৌধুরী রুবেল এবং আবুল কালামকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটি আওয়ামী লীগের এ কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন কামাল পাশা, নোমান বারি, আব্বাস উদ্দীন, সাব্বির আহমেদ, রেদোয়ান আহমেদ, জগলুল পাশা, আহমেদ রুমান, বিলাল আহমেদ, রাহিন খান, নাজমুল ইসলাম, রিফাত হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান জীবন, নাজমুল ইসলাম জাহান, আনোয়ার পাশা, বাবুল মিয়া, সুমন আহমেদ, আজাদুর রহমান আজাদ, ফয়াজ আহমেদ, জাহিদ হোসেন, শহিদ আহমেদ ও আরমানুর রহমান।

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাছান রিপন, সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান, সাদিক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিটি কমিশনার ইমরান হোসাইনসহ প্যাটারসন সিটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভা শেষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ এক বার্তায় জানান, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের প্যাটারসন  সিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রদানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ  সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমে প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। এই কমিটিকে আগামী ১৮০ দিনের মধ্যে সম্মেলন আয়োজন করার aজন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ