ঢাকা ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রতিদিন ১২ ঘণ্টা লকডাউনে থাকবে শাবি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
করোনাভাইরাস সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনিদির্ষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ লকডাউন ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ ১ অক্টোবর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউনে থাকবে। উক্ত সময় ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত কোনো ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাব বিকেল ৫টা থেকে বন্ধ রাখার জন্য বিভাগীয় প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে ক্যাম্পাসে অবস্থানকারীদের ক্ষেত্রে এ আদেশ শিথিলযোগ্য থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।