ঢাকা ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই সংকটময় পরিস্থিতিতে নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে : আলম খান মুক্তি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ৯, ২০২০
সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভুক্ত ২৫নং ওয়ার্ডে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির পক্ষ থেকে রোজাদারের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। ৯ মে শনিবার বিকাল ৫টায় ওয়ার্ডের হুমায়ুন রশিদ চত্তর এলাকায় ইফতার বিতরন করা হয়।
ইফতার বিতরনের সময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, করোনাভাইরাসের শুরুর পর থেকে আমি আমার যুবলীগের নেতাকর্মীদের নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে আমার সাধ্যমত সহযোগীতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং পবিত্র রমজান মাসেও ইফতার বিতরন অব্যাহত রেখেছি। তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম-কানুন সঠিকভাবে পালনের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে করোনা আতঙ্ক যতদিন থাকবে, নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ।