লাইব্রেরি স্থাপনসহ বিদ্যালয়ের উন্নয়নে সিটি কর্তৃপক্ষ আন্তরিক : মেয়র আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

লাইব্রেরি স্থাপনসহ বিদ্যালয়ের উন্নয়নে সিটি কর্তৃপক্ষ আন্তরিক : মেয়র আরিফুল হক চৌধুরী

‘‘ছাত্রছাত্রীদের সুবিধার্থে দুটি কক্ষ বিশিষ্ট লাইব্রেরি স্থাপনসহ বিদ্যালয়ের উন্নয়ন ও অন্যান্য যে সব সমস্যা রয়েছে,তা অচিরেই সমাধান করা হবে,বিদ্যালয়টি ২৬ নং ওয়ার্ডের ভেতর অবস্থিত, ওয়ার্ডের কাউন্সিলর আমার কাছে ওয়ার্ডের উন্নয়নের পাশাপাশি এই বিদ্যালয়ের যেকোনো কাজ করার জন্য বললে আমি সেই কাজ সম্পন্ন করতে যথাসাধ্য চেষ্টা করে যাবো’’
বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় ৫০ বছর পুর্তিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে ২ দিন ব্যাপী ‘‘সুবর্ণ জয়ন্তী’’র ২য় ও শেষ দিনে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মিজানুর রহমান শাহানুরের সভাপতিত্বে ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১),২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর কদমতলীর বাসিন্দা রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের পরিচালনায় অনুষ্টিত ‘‘সুবর্ণ জয়ন্তী’’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল হক, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মন্নান, আকতার রশিদ চৌধুরী, আব্দুল মালিক মারুফ, স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব এবং প্রকাশনা উপ-কমিটির আহবায়ক আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আওলাদ হোসেন,ইছাখ মিয়া, আকতার উদ্দিন, সেলিম আহমদ, বদরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রনেতা শামীম বকস্, সমাজসেবী আক্তার উদ্দিন নাদির,মুহিবুর রহমান মুহিব,বাবলু হোসেন হৃদয়, যুবলীগ নেতা নাসির উদ্দিন, স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ‘‘সুবর্ণ জয়ন্তী’’ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ