ঢাকা ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
পিকআপভ্যান উল্টে ১৩ পুলিশ আহত
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯
আলোকিত সিলেট ডেস্ক ::: ঢাকায় একটি পিকআপভ্যান উল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৩ সদস্য আহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
বনানী থানার এসআই শাহীন আলম বলেন, এপিবিএনের বহনকারী পিকআপ ভ্যানটি মহাখালী থেকে আসছিল। ১১ নম্বর সড়কে একটি সবজির গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে ১৩ জন পুলিশ সদস্য আহত হন।
আহতদের মধ্যে আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ নামে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
আহত পুলিশ সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, আহতদের কারও অবস্থায় গুরুতর নয়। এর আগে দুলাল মিয়া নামে ভ্যানচালক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।