তুরস্কে বাগদাদির বোন আটক

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

তুরস্কে বাগদাদির বোন আটক

আলোকিত সিলেট ডেস্ক ::: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিহত নেতা আবু বকর আল-বাগদাদির বোনকে আটক করেছে তুরস্ক।

তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

বাগদাদির আটক হওয়া বোনের নাম রাসমিয়া আওয়াদ (৬৫)। সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার আটক হওয়ার তথ্যের সত্যতা বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

তুর্কি কর্মকর্তারা বলছেন, তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর আজাজের কাছে অভিযান চালিয়ে রাসমিয়াকে ধরা হয়। এ সময় তার সঙ্গে পাঁচ শিশু ছিল।

রাসমিয়ার স্বামী ও পুত্রবধূও আটক আছেন বলে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন।

তুরস্কের এক কর্মকর্তা বলেন, রাসমিয়াকে জিজ্ঞাসাবাদ করে আইএসের অভ্যন্তরীণ অনেক গোপন তথ্য জানার আশা করছেন তারা।

বাগদাদির বোনের ব্যাপারে নিরপেক্ষ তথ্য খুব কমই পাওয়া যায়।

গত মাসে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের মুখে বাগদাদি আত্মঘাতী হন।

এ সংক্রান্ত আরও সংবাদ