ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
সামাজিক সংগঠন মিশন মাইনডেড অর্গানাইজেশনের কমিটি গঠন
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
সামাজিক সংগঠন মিশন মাইনডেড অর্গানাইজেশন সিলেটের ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে নয়াসড়কস্থ এলাকায় এক সভা অনুষ্টিত হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় মিনহাজুর রহমান রাহিকে সভাপতি ও এহসান আহমদকে পরিচালক এবং ফারদিন খন্দকারকে উপদেষ্টা ও জুবায়ের মাসুদ সিরাজীকে সহকারি পরিচালক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা হলেন, ফাহিম আহমদ, তাহমিদ জামিল, দিনা মির্জা, সদস্য শাহাদাত আলম আবিদ, প্রিয়ন্ত দেব, আব্দুল আমান, বাসারুল করিম, মাজহারুল ইসলাম, মাহিদুল ইসলাম মাহি, আল-কবির ফাহিম, জাওয়াদ চৌধুরী, সিনজয় পাল, নাহিয়ান নাফিস, আরিব চৌধুরী, আবিদ হাসান, সামিরা সিদ্দিকা, সালওয়া ফাতেমা, মুমতাহিনা হক, নুরুন নাহার, ইসরাত অনি, তাবাসসুম জান্নাত, রিবনি মাহবিন।