মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ইকলাল আহমদ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ইকলাল আহমদ

সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্বপ্নকুড়ি ক্রিকেট ক্লাব টুর্নামেন্টে ২০২০-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় স্বপ্নকুড়ি ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ও যুবলীগ নেতা ইকলাল আহমদ, বিশেষ অতিথি ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নেছারুন নেছা, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী রাহেল আহমদ, নজরুল ইসলাম, সাংবাদিক ইদ্রিছ আলী, আতিকুর রহমান।

প্রধানব অতিথির বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আজকের খেলোয়ার আগামীদিনের ভবিষ্যৎ, ভালো খেলোয়ারের জন্য আগামী দিনগুলো অপেক্ষা করছে, জাতীয় পর্যায়ে খেলার জন্য ভালো কিছু করতে হবে, খেলায় পুরষ্কার পাওয়াটা বড় বিষয় নয়, অংশগ্রহন করাটা মুল বিষয়। খেলাধুলা মাদক থেকে দুরে রাখতে সহায়তা করে, এছাড়াও সমাজ বিরোধী কাজ থেকে দুরে রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাকে ভালোবাসতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে খেলোয়ারদের প্রতি সু-নজর দিয়েছে।

ছাত্রলীগ নেতা আব্দুল বাছিতের পরিচালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নান, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সদস্য আলেক আহমদ, অল স্টার ক্রিকেট ক্লাবের সদস্য সাহান আহমদ, খেলা পরিচালনা কমিটির সদস্য সুমেল আহমদ নাহিদ ও সকল সদস্যবৃন্দ।
ফাইনাল খেলায় সাহেবের বাজার ক্রিকেট ক্লাব টস জিতে প্রথমে ব্যাট করে ১০২ রানের টার্গেট দেয় অল স্টার ক্রিকেট ক্লাবকে। ১০২ রানের টার্গেটে খেলতে নেমে তিন উইকেটে অল স্টার ক্রিকেট ক্লাব বিজয় অর্জন করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল বাছিত, সাঈদুর রহমান। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন লাহিন আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ