ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট মহানগর যুবলীগের অভিনন্দন
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
বিশ্ব স্বাস্থ্য সংস্থার One Health Global Leaders Group on Antimicrobial Resistance (AMR) কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানস কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বিশ্ব স্বাস্থ্য সংস্থার “ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স” ফোরামের কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট মহানগর যুবলীগের পক্ষথেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।বিশ্বের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সমন্বয়ে এই ফোরাম গঠিত করা হয়েছে, এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় জরুরি পদক্ষেপ বাস্তবায়নের জন্য কাজ করবে এই বিশেষ ফোরাম। নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি একজন বিশ্বনেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে, আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।