জেনেস টিম বাংলাদেশ ইউএসএ’র সিলেটে যাত্রা শুরু

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

জেনেস টিম বাংলাদেশ ইউএসএ’র সিলেটে যাত্রা শুরু

সমাজের হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে জেনেস টিম বাংলাদেশ ইউএসএ সিলেটে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বেলা ২টায় হাউজিং এস্টেটে প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও ওয়ান টিম ওয়ান মিশন ফাউন্ডেশনের ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিত মন্নান সহ অতিথিবৃন্দ।

ওয়ান টিম ওয়ান ফাউন্ডেশন সিলেটের জেনারেল ম্যানেজার মো. মোসাব্বির হোসেন ফরহাদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ান টিম ওয়ান ফাউন্ডেশনের সদস্য সাইদ আব্দুল আলিম, জগন্নাথপুর টিম লিডার তাহিয়া চৌধুরী, জগন্নাথপুরের চিলাউড়ার টিম লিডার কনফা বিবি, বক্তব্য রাখেন, তানভীর আহমেদ, শামীম আহমেদ, তুহিন বুরহান, রফিকুল ইসলাম, মওলানা নুরুল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় ওয়ান টিম ওয়ান মিশন ফাউন্ডেশনের ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিত মন্নান বলেন, জেনেস টিম বাংলাদেশ ইউএসএ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে এই সংগঠন দরিদ্রদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের বঞ্চিত মানুষ অর্থের অভাবে তাদের জীবন মান উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এখনো দেখা যায় অনেক মানুষ টাকার অভাবে বিনা চিকিৎসায় বিভিন্ন রোগে ভুগছেন আমাদের উদ্দেশ্য সেইসব মানুষের পাশে এসে দাঁড়ানো। শুধু তাই নয় অনেক নারী-পুরুষের বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পরেও বিয়ে করতে পারছে না। আমরা তাদের পাশে এসে দাঁড়াতে চাই। আমাদের লক্ষ্যের মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রম, শিশু নিবাস এবং বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য একটি অত্যাধুনিক পাবলিক হসপিটাল নির্মাণ করা। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ