কালাইরাগ সীমান্তে রাতের আধাঁরে পাথর উত্তোলন

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

কালাইরাগ সীমান্তে রাতের আধাঁরে পাথর উত্তোলন

কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিজিবি ক্যাম্প কমান্ডারের ‘ছত্রছায়ায়’ ভারতীয় ভূখন্ড থেকে রাতের আধাঁরে পাথর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ প্রতিরাতে ঝুঁকি নিয়ে ৩শ থেকে ৪শটি পাওয়ার টিলার দিয়ে এই পাথর উত্তোলন করা হচ্ছে। আর এই পাথর পরিবহনের ব্যবহৃত প্রতি পাওয়ার টিলার থেকে ১ হাজার টাকা করে গ্রহণ করছেন কালাইরাগ বিজিবি ক্যাম্পের কমান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অধিবাসীরা জানান কালাইরাগের সোর্স মৃত আব্দুস সালামের ছেলে মো. রুফেজ ও বিলাল মিয়ার নেতৃত্বে সীমান্তের ১২৫১ নং পিলার থেকে ১২৫৩ নং পিলার পর্যন্ত স্থান থেকে পাথর উত্তোলন করা হচ্ছে। তাছাড়া বরমসিদ্ধিপুরের সাহেদ আলীর ছেলে তৈয়ব আলীর নেতৃত্বে ১২৫৩ থেকে ১২৫৫ নং পিলার পর্যন্ত স্থান থেকে পাথর উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে।

এব্যাপারে বিজিবি ক্যাম্পের কমান্ডার জানান কোম্পানীগঞ্জ কোয়ারীতে এখন পাথর উত্তোল বন্ধ রয়েছে। তবে স্থানীয় হতদরিদ্র কিছু লোক ঝুঁকি নিয়ে গোপনে ভারতীয় ভূখন্ড থেকে রাতের আধাঁরে মরা পাথর সংগ্রহ করে নিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে তারা জঙ্গলে পালিয়ে যাচ্ছে। তাছাড়া ভারতীয় ভূখন্ডে গিয়ে অভিযান চালানো আমাদের সম্ভব নয়। আমার বিরুদ্ধে প্রদত্ত অভিযোগ সঠিক নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ