নৈতিক অবক্ষয় রোধে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে কাজ করতে হবে: শিপলু

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

সাবেক মেয়র কামরান তনয়, বিশিষ্ট সংগঠক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ আধুনিক দেশ গড়তে এবং সমাজের অসংগতি রোধে সরকার আন্তরিকভাবে সফলতার সাথে কাজ করছেন। নৈতিক অবক্ষয় রোধে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন সমূহকে কাজ করতে হবে। কিশোর ও তরুণ সমাজকে সাংস্কৃতিক ও খেলাধূলা চর্চায় বেশি বেশি সম্পৃক্ত করা উচিত।
তিনি বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ার হলরুমে লুমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাবের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব প্রেসিডেন্ট খাদেমুল মুরসালিন কিয়ামের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি তাহমিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন তাসলিমা আফরিন, আঞ্জুমান ফারজানা মিম, আসাদ আহমদ, সুমি আক্তার, ইমরান শাহরিয়ার মিসবাহ প্রমুখ।
কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে আগামী ডিসেম্বর মাসে বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস উদযাপন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ