ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণে মিফতাহ্ সিদ্দিকীর নিন্দা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণে মিফতাহ্ সিদ্দিকীর নিন্দা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালকে সাজানো মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, করোনা মহামারীর এই দুঃসময়েও ফ্যাসিস্ট সরকারের গ্রেপ্তার-নির্যাতন বন্ধ নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর গ্রেফতার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ব্যারিস্টার মীর হেলালকে সাজানো মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। যা খুবই দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলা মামলা নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। তিনি অবিলম্বে ব্যারিস্টার মীর হেলালের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ